ছায়া,
যখন আকাশে নবীন মেঘ ডাকে
উদাস সুরে!
চৈতের দাবদাহে হঠাৎ
গুড়গুড় শব্দ!
ঝিরিঝিরি উর্বরা বাতাস
দিয়ে যায় বৃষ্টির পূর্বাভাস
তখন কি তোমার স্মৃতির এরিয়েলে
ধ্বনিত হয় না অতীত বৃষ্টির রিমঝিম সুর!

মনে কি পড়ে
চৈতের সেই বৃষ্টিভেজা দুপুর?
চাতকীরা পড়েছিল নুপুর,
তুমি হাটছিলে আর টানছিলে
জর্জেটের ওড়নাটা
বুকের এপাশ ওপাশ বারবার,
বলেছিলে,'একসাথে ভিজতে আমার
খুব ভালো লাগে।'
মনে কি পড়ে?