সূর্য প্রতিনিয়ত জ্বলে
নিজে পুড়ে পুড়ে
পৃথিবী ঘোরে অবিরাম
আলোর খোঁজে
অবশেষে রাত্রি শেষে
ভোরের আকাশে পায় দেখা
শুরু হয় আমাদের পথচলা।
মেঘের নেই গতি
বাতাস ছাড়া
কখনো কাল,কখনো সাদা
কখনো সাদা-কাল-নীল
বিচত্রবেশে
ধেয়ে চলে প্রচন্ড নাদে।
জানে না সে কতদূর
কোথায় যাবে!
চলতে চলতে হঠাৎ
নিজে নিজেই খায় ধাক্কা
পড়ে বৃষ্টির ফোটা
প্রাণের স্পন্দন জাগে পৃথিবীতে।
মেঘ যায় কোথা হারিয়ে
নিমেষেই?
আমরা তো মেঘের মতোই
এই আছি এই নেই!