এই তো আমার দেশ!
ঐ যে দেখতে পাচ্ছেন সারি সারি অট্টালিকা
আকাশ ছোঁয়া,দৈত্যের মতো দাঁড়িয়ে
ওখানে বাস করে মানুষেরা,
মাটির ঘ্রাণ মোটেও সয়না ওদের
কাজ যত হয়ে যায় মুঠো ফোনে
অবসরে আনন্দ ভ্রমন দেশের বাইরে
নিয়মিত ডাক্তারি সেবা
দেহে তেল পড়ে চুইয়ে চুইয়ে।
আর ঐ যে নর্দমার গা ঘেঁষে খুপরি গুলো
নিবিড় ঘনিষ্ঠতায় আবর্জনার সাথী হয়ে
পরম মমতায় জড়াজড়ি,
ওখানে কুলি,দিনমজুরের বাস
গ্রীষ্মেও সেখানে স্যাঁতসেঁতে ভাব
সারা রাত এপাশ ওপাশ
পাখি ডাকার আগেই ওরা চলে যায়
রাস্তায়,কারখানায় কেউ বা ক্ষেতে।
ওরা আধুনিকতার কারিগর
ওদের ছাড়া হয়না সভ্যতার ইতিহাস
অথচ হিসাবে কেমন গড়মিল
ওরা ভোগে,ওরা মরে
পুষ্টি-অভাব জনিত রোগে।