অর্থের জোর ক্ষমতার জোর
ভেবেছো তুমি একাই এক'শ
আর আমজনতা সব ভেরা
কুঁড়ে কুঁড়ে খাবে ঘাস-লতা-পাতা
এদিক ওদিক ঘুরে,
সময় এসেছে হিসাব নেবার
বিচার তোমার হবে।
আগে পিছে তোমার চাটার দল
লুটেপুটে খেয়েছো ইচ্ছে মতো
তৃণমূল থেকে মগ ডালের সব
শিক্ষা,চিকিৎসা উন্নয়ন-খাদ
সর্বোপরি ন্যায্য অধিকার,
আমরা কোটি জনতা নীরবে সয়েছি
আমৃত্যু ক্ষুধার জ্বালা
হিমালয়-সম-ধৈর্য আর
সূর্যোদয়ের আস্থা-বিশ্বাস নিয়ে।
দেখি আজ কত তেলবাজ
তোমার তরে লড়ে!
সময় এসেছে হিসাব নেবার
বিচার তোমার হবে।
তোমার কুকীর্তি,ভণ্ডামি,বেমালুম খুন
সাজানো নাটক,প্রহসন
বেখবর নয় জনতা
পার পেয়ে যাবে এমনি এমনি
হিসাব নিকাশ ছাড়া?
সময় এসেছে দিন বদলের
বিচার তোমার হবেই হবে।