এ কোন সমাজে জন্ম আমার
চারদিকে কেবল বৈষম্যের কাঁটাতার।
ধর্মের বাড়াবাড়ি,বর্ণের ছোড়া ছুড়ি
সংখ্যার ভাগাভাগি,মানুষে মানুষে।
দেশে দেশে আজ অঘোষিত রাওলাট অ্যাক্ট
প্রতিটি প্রাসাদ এক একটি ভাইকম মন্দির
কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের শিকার,রোহিঙ্গারা মরে
ধর্মের জাঁতাকলে।
আফ্রিকা মেতে ওঠে দুর্ভিক্ষের উৎসবে
সুদান,কঙ্গো,ইয়েমেন,সোমালিয়া
কঙ্কাল তৈরির কারখানা।
লাশেরা পায় না ঠাঁই,
আফগানিস্তান,ইরাক ঘনবসতি গোরস্থান
ধিক তোমাকে সমাজ!ধিক তোমাকে!
ধবংস-স্তূপে বসে মানবতার বয়ান!
(রাওলাট অ্যাক্ট-বৃটিশ সরকার কর্তৃক বাঙালি দমন পীড়ন আইন।
ভাইকম মন্দির-দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরে অবস্থিত একটি মন্দির,যার সামনে দিয়ে নিচু শ্রেণির মানুষের যাতায়াত নিষিদ্ধ ছিল।)