স্বপ্ন গুলো আজ
খাঁচা বন্দী পাখির মতো
কলরবহীন নিস্তেজ।
ডানা মেলে উড়তে চায়
স্বাধীন মুক্ত আকাশে
চারদিকে আদিম শিকারী
বাতাসে ভেসে আসে
কাঁচা মাংসের গন্ধ,
নুইয়ে পড়ে।

যুগের তালে অসম লয়
ছন্দ পতন প্রকৃতির গানে
শীতের আমেজ নেই
বসন্তের সাজ নেই
হেমন্তরাণী আসে না
উৎসবের সিঁড়ি বেয়ে
মানুষ চেনে না মানুষ
কোনটা মুখ আর
কোনটা মুখোস
অন্তর সে তো বহুদূর!

ভালবাসা আজ চর্বিত আখ
স্নেহ-মমতা,আস্থা-বিশ্বাস
সবই শিশু ভোলানো খাদ্য
রঙিন হাওয়াই মিঠাই।