পদ্মা ভাগীরথী নদীর মাঝামাঝি
একখণ্ড উর্বর পলি গঙ্গারিডই
চারিদিকে স্বর্গীয় শোভা হাতির বেষ্টনী
ভুবন বিজয়ী আলেকজান্ডার
ব্যর্থ মনোরথে ফিরেছে বারবার
প্রবেশ দ্বার পায়নি খুঁজে।
আমি ধন্য এবং গর্বিত আমার দেহে
সেই পলি মাটির গন্ধ।

আমি চলি যুগের বুনো পথে
রক্ত রাঙা পায়ে নীরবে নিভৃতে
ছায়ার মতো।
মৌর্য গুপ্ত,পাল,সেন যত রাজবংশ
জীবনবৃত্তান্ত-ধবংস
সুলতানি থেকে মোগল আমল
সকল উত্থান-পতন
বৃটিশের আগ্রাসন-শোষণ পাক-শাসক
গোষ্ঠীর অনাচার নিপীড়ন
আমার ক্যামেরা বন্দী।
বর্গী, ফিরিঙ্গি,ইংরেজ, ডাচ
মীর জাফর,ইয়াহিয়া,ভুট্টো কেউ
পায়নি কো ছাড় আমার কাছে।
আমি আপন শক্তিতে বলীয়ান
স্বমহিমায় ভাস্বর
আমি বাংলার ইতিহাস।

আমি এখন খুঁজে ফিরি
একাত্তরের দালাল পঁচাত্তরের ঘাতক
যুগে যুগে সৃষ্ট উঠতি খলনায়ক
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে
জীবিত অথবা মৃত,
আমি আছি থাকবো এই বাংলায়।