একটি স্বপ্নের মৃত্যু হয়ে বেঁচে আছি আমি, আবছায়া হয়ে।
নিরৎসুক--আয়নার মত, পরিত্যক্ত উঠানের বাতাসের মত,
কবরখানার হিম অন্ধকারে ফোঁটা অদৃশ্য ছায়ার মত--
চরের চৌচিরে বিদ্ধ ছইনৌকার ভাঙা গলুই হয়ে
বেঁচে আছি আমি, বর্ষণ শেষের তৃষ্ণা হয়ে।
বাকরুদ্ধ--যেন বিহ্বল ঋতুর গান, সাদাকালো স্মৃতিচিহ্ন,
যেন ভিতর দেয়ালে ক্ষত, স্যাঁতস্যাঁতে দাগ লুকিয়ে দাঁড়িয়ে-থাকা
বিষাদের শঙ্খশাদা বাড়ি।
নাম না-জানা গল্পের মায়া হয়ে বেঁচে আছি আমি নিরন্ধ্র নৈহালে,
যে পাখি উড়ে গেছে, তার ছায়া হয়ে পাতার আড়ালে।