এভাবে তোমার সাথে, জীবনের ছিন্নপথে
লুটানো জীবন
জলে-নীলে আলুথালু, ঘোর মায়াজাল;
মইয়ের উপরে রাখি দেখেশুনে পা
তবুও সাপের ঘরে
বারবার উঠে আসে চাল।
হিম হৃদয়ের শীতে--নিদাঘে--নৈঋতে
বিদেহী রাত্রির মত গুটানো জীবন,
ঢেউয়ের ক্লান্তি তবু খুঁজে পায়
বালির শিথান;
পালের হাওয়ায় পেলে নাব্যতা নদীর
তীরে একা বসে থাকে ভাটিয়ালী গান।
বাসনার তীব্রমূলে, বিরহ পাপড়ি মেলে
শত ফুল ফুটে থাকে কামনার রঙে--
যাদের আসার কথা, কথা হয়ে আছে
মেঘের পুঞ্জতলে আসেনা তো কেউ;
রাতের পিছনে ফেউ গলাকাটা দিন
মৌনদৃশ্যে আছড়ে পড়ে দুর্বিপাকের ঢেউ।
তবুও তোমার সাথে নিঃশঙ্ক তারার রাতে
না-শোনা গল্পের মত ফের যদি
মাঝপথে হয়ে যায় দেখা,
আঙুলে জড়াবো ফিতে
সর্বসুখের বিপরীতে--এসো হে জীবন,
আমিও আগের মত থাকবো না একা।