সুখের সাথে ভালোবাসা, দুঃখের সাথে ঘর
জানিনা কে আপন আর কে আমার পর!
চাঁদ ডুবে গেলে, রাত্রিশেষে
একা বিষণ্ণ আকাশ
নাকি দূরের তারার ওই ম্লান নতমুখ,
আমার আপন শুধু তুমি--না তোমার
নিঃসঙ্গ চিবুক?
বনের যত গভীরতা, শূন্যতা কি কম?
পথের মাঝেই ছড়িয়ে আছে পথের যত ভ্রম।
দিশেহারা অন্ধকারে, রোদনভরা রাত
জীবন জুড়ে আলো ছড়ায়--
হাতের উপর হাত।
দুঃখের সাথে ভালোবাসা, সুখের সাথে ঘর
জলের সাথে ছায়ার খেলা, নিঃস্ব সরোবর।