কবে পাব তোমার সাড়া, সে আশায় দিন প্রহর কেটে যায়
মনের মাঝে হৃদয়ের লুকায়িত জমে থাকা ভালোবাসা সবই তোমার জন্য
হৃদয়ের যে কথাগুলো চিৎকার দিয়ে ওঠে সে
প্রতিক্ষা
কথাগুলো কবে বলব তোমায়!
আর কতদিন বলো আর কতদিন?
মন বলে তুমি আমার হবে, শুধুই আমার।
মহাজাগতিক কোনো শক্তি নেই তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে।
আচ্ছা আমি ভুল কল্পনা করছি নাতো?
যে আশায় সুখ খুজি তোমার মাঝে,
সে আশা কি পূরণ হবে!
নাকি ধূধূ মরুভূমির পথিকের ন্যায় তৃষ্ণায় ছটফট করবো
এ জগৎ সংসারে চিরচেনা, অচেনা কত মুখ দর্শন
তবুও তোমার প্রতিচ্ছবি প্রতিনিয়ত হৃদয় মাঝে ভেসে ওঠে।
জীবন চলার পথে না পাওয়ার বেদনা বড় কষ্টের, ভীষণ যন্ত্রণাদায়ক
তবু প্রতিক্ষায় আছি, শুধু তোমার প্রতিক্ষায়!