জীবনের অধরা স্বপ্নগুলো দুঃস্বপ্ন হতে শুরু করেছে
কাঙ্ক্ষিত আশাগুলো মোমবাতির শেষ আলো হয়ে গেছে
স্বপ্নময় জগতে টিকে থাকার দায়ে ক্লান্ত এ অধর
জীবনের কঠিন মূহুর্তের মুখোমুখি দাঁড়িয়ে চিন্তার প্রতিফলন
ছুটছি মরীচিকার পিছনে তুচ্ছ এক কল্পনার জগতে
মানব দেহের আত্মা প্রতিনিয়ত চিৎকার করে উঠছে
বাঁচার জন্য লড়াইয়ের ঢাল ভেঙে গেছে
তলোয়ায়ের ধার ক্ষয়ে পড়ছে প্রতিনিয়ত
মনের মাঝে কাল বৈশাখির ঝড় নিত্যদিনের সঙ্গি
বেঁচে থাকার অর্থ হারিয়ে গেছে কোনে এক সমুদ্রের ঢেউয়ে
নগণ্য চাওয়াগুলো আজ জঘন্য অপরাধে পরিণত
শেষ ভরসার তরী মাঝ সমুদ্রে কুলহীন পথে
নিরন্তর দিকহীন ছুটে চলা এ জীবনে
তবুও স্বপ্ন দেখি কোনো এক মহান উদ্দেশ্য নিয়ে।