জরাজীর্ণ এই শহরে লোকালয়ের ভীরে
জীবনের কাঙ্ক্ষিত ফলাফলের আশায় ছুটে চলা
লাল-নীল বাতির মতো এখানকার স্বপ্নগুলোও রঙিন
মানব সভ্যতার বিবর্তণের ধারায় গড়ে ওঠা এ শহর
দিনের আলো আর রাতের আলোয় পরিবেশের ভিন্নতা
খেটে খাওয়া মানুষগুলো এ শহরের কৃত্রিম সুখের কারিগর
শ্রেণিভেদে মানুষের বসবাস, পদসোপান নীতির যথোপযুক্ত প্রয়োগ
প্রয়োজনের তাগিদ বহুলাংশে ঊর্ধ্বগতির দিকে
মেসের বিরক্তিকর জীবনের সাথে সখ্যতা
রেস্টুরেন্টের টেবিলে বসে মিথ্যা ভালোবাসার প্রলাপ
অবশেষে ব্রেকআপ নামক ভাইরাসের আক্রমণ
চাকরির খোজে আসা যুবকের প্রতারণার ফাঁদে পা,
এখানে একটা সকাল হয় হাসি আর কান্নার
তবুও এ শহরের বুকে ছুটে চলা একবুক স্বপ্ন নিয়ে....!