চেনা মুখ
দেখিবার তরে শুধু প্রতিক্ষার প্রহর
কবে ছাড়িব এ জঞ্জালময় শহর
নয়ন বুঝিলে হৃদয় চক্ষু থাকে জাগিয়া
দেখিব তাহারে, কিঞ্চিৎ সম্মুখে রাখিয়া
বলিব যত, শুনিব তত নানান রকম কথা
চেয়ে নেব ক্ষমা হৃদয় মাঝে দিয়েছি যত ব্যথা
কবে হবে ক্ষণ তবে আসিবে যাবার সময়
ভেবে কাটি সারা প্রহর জেগে রাতময়
আসিবনা বলে আসিতেছি শুধু তোমারি জন্য
হাজারও কষ্টে তবুও সুখি হয়েছি আমি ধন্য।