ক্ষণিকের দেখায় কিছু বলা হলো না
না বলা কথাগুলো রয়ে গেল অগোচরে
প্রতিক্ষা আরও দীর্ঘ পথের দিকে চলমান
কিছু বলতে চাই আমি!
বুকের মধ্যে কম্পন সারাক্ষণ
তুমি পাশে যখন ভাবি আপনজন
ভাবনার দ্বার কি তবে একতরফা
নাকি পক্ষপাতিত্বহীন তুমি
কতকাল কত শত সহস্র বছর অপেক্ষার পালা
শেষ হবে কবে?
অপেক্ষায় আমিও সুন্দর পরিণতি দেখার।
শেষের দিকে চলে যাবার সময় হাসিমুখে প্রস্থান
তোমার কথা ভাবতে ভাবতে আমারও প্রস্থান
অবশেষে দিগন্তের পানে প্রস্থান
চলি তবে দেখা হবে কি আবার?
বলো তুমি নারী।।