তবে কি হারিয়েছে পথ
গন্তব্যহীণ অচেনা পথে
চেতনার আবির্ভাব ওই দিগন্তে
নাগলের বাইরে দূর অজান্তে
মহা উৎসব অম্লান করে
মানবাত্মার আর্তচিৎকার
মেঘে ঢাকা দূর আকাশের
নীল কষ্টের হুংকার।
ভুলের মাশুল গুণে গুণে
জীবন চলার পথ অবরুদ্ধ
কালের খেয়ালে ভুলও শুদ্ধ
কষ্টের কাঠখড়ি পুড়ে ছারখার
শুধু মানবাত্মার আর্তচিৎকার
রঙিন জীবনে সাদা কালো কষ্ট
বেঁচে থাকার দায় চিরতরে নষ্ট
ধরণীর তলে নব উৎসবে
মাতালের হইহুল্লো
ভালো থাকা তবু মাতাল হয়ে।