কত শত যুগ ধরে জ্বলছি, অনলে পুড়ে ছারখার
শতবার নাকি লক্ষকোটি বার জীবন্ত চিতায়
ভুলের মাশুল গুণে গুণে হয়রান
হতাশায় নব জীবনের আশার পথ অবরুদ্ধ
ক্ষুব্ধ মানব মন মগ্নচিত্তে ভাবনার শেষ প্রান্তে
আশা নিরাশার তরী ডুবো ডুবো অবস্থা
আর কত অমবশ্যার ঘোর চলবে
আশার বাণী হারিয়ে ফেলা বালকেরা
নিয়তির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে
চলে যাওয়া সময় শুধুই স্মৃতির পিছুটানে
সুমধুর কণ্ঠ কানে বাজে সাথে হৃদয়ের কম্পন
সারাটা জীবন মনুষত্ব আঘাতে জর্জরিত
আসলে টিকে থাকার দায় অনেক কঠিন।