মনের সাথে যুদ্ধের লড়াইয়ে পেরে ওঠা ভীষণ কঠিন
ছদ্মবেশী মনোভাব ভীষণ কষ্টের রূপকার
মানব মনে সাড়া দেয়া যুদ্ধের পরিস্থিতি,
এতো ভীষণ কষ্ট!
মানব মনের সাথে যুদ্ধ।
কোনো এক জোড়া নীল চোখে খুঁজে পাওয়া স্বপ্ন
ভাঙণের শুরু নিজ খেয়ালে, নিজ আহবানে
জানা নেই প্রতারণার ফাঁদ, নির্লোভ মনে
তবুও প্রতারক, বিশ্বাসঘাতক, লোভী বণে যাওয়া।
মানব জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
হার মেনে নেয়া মানব সভ্যতার কাছে,
ক্ষমাহীণ নয়, তবু ক্ষমা চাওয়ার উপক্রম
শেষ মুহূর্তের বাণী ক্ষমা কর মোরে।।