হায়রে ব্যাচেলর
বাসা খুজতে আসে জ্বর
দেয় না কেউ বাসা ভাড়া
জীবনটা তাই ছন্নছাড়া
চাকরি নাই কপালে
বিয়ে হবে কোন কালে
ম্যাচের পাতলা ডাল
চলবে আর কতকাল
ব্রয়লারে জীবন শেষ
তবু বলি আছি বেশ
পানির জন্য হাহাকার
বুয়ার রান্না মজাদার
কি যে মজা ভুলেছি স্বাদ
দিনে ঘুম জাগি রাত
একেক মানুষ একেক রকম
মেস থাকে তাই সরগম
মেসের রাজ্যে বুয়া রানী
বাড়িওলি মহারানী
কেউ কি জানো জীবন মানে
ব্যাচেলর তা ভালোই জানে
জীবন মানে জানতে চাও
ব্যাচেলরকে দেখে যাও
আছে ভালো যাচ্ছে বেশ
সবকিছুই তার ছদ্মবেশ
বাবা মাকে বলে আছি ভালো
আসলে জীবনটা তার এলোমেলো...