শেকড়ের সন্ধানে
কাজী হেলাল
পদ্মা মেঘনা ধলেশ্বরীর অববাহিকায় একখণ্ড লাল সবুজের মানচিত্র দেখছ
এই হৃদভূমিতে আকাশ নেমে এসে খেলা করে সাতলার বিলে
এখানে পদ্মার শীতল জলে ভাসে ইলিশের পোনা দুয়েকটি শুশুক বালুচরে ঘুমায়,
ছোটছোট কাকড়ার দল গুটিগুটি পায় দিগন্তে হারায় --
কখনো পথ ভুলে ভেসে যায় সাগরের জলে!
এই তোমার পূর্ব পুরুষের জন্মভূমি --
এখানে নদী কথা বলে যুবতী নারীর মতো,
পাখি গান গায় সকাল সন্ধ্যায়!
এই পলিমাটির দেশে জন্ম নিয়েছে
কতো পীর আউলিয়া দরবেশ, আউল বাউল!
কান পেতে শোনো---
এখানে বাতাস কথা বলে জলের কানে
জলের ঢেউয়ে সুর ওঠে মাঝির গানে।
এখানে নদীর তীরে আকাশ ছুঁয়ে নামে সোনালী চীল!
এখানে মাটি ও মানুষ ষড়ঋতুর ছন্দে বাঁধে দেহতত্ত্বের গান!
অতিথি পরায়ন এই দেশে,পরিযায়ী পাখি আসে!
এখানে অভয় অরণ্যে কাদা মাটি জলের বুকে রচিত হয় সোনাভানের গীত।
এই সেই দেশ, এখানে জন্ম নিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী !
এই সেই দেশ এখানে; মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা---
তাঁরা স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গ করেছে!
এই সেই দেশ এখানে কিশোরী তারামন স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নেয়!
এই এক বিরল দেশ এখানে মাতৃভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গ করে সূর্য সন্তানেরা
বুকের তরল-সূর্য দিয়ে আলপনা আঁকে রাজপথে শিমুল পলাশের বুকে ফোটে বর্ণমালার কবিতা সমবেত কন্ঠে গাওয়া হয় একুশের গান!
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
এখানে স্বাধীনতা আসে!
এখানে রচিত হয় হাজার বছরের ইতিহাস
এখানে ইতিহাসে আজও বঞ্চনা কথা কয়!
টরন্টো, কানাডা
১৪ ই ফেব্রুয়ারি,২০২২