মেঘের পায়ে সোনার ঘুঙুর
কাজী হেলাল

কে বেঁধেছে সোনার ঘুঙুর আকাশ মেঘের পায়
ছুঁতে গেলেই বৃষ্টি নামে দূরের নদী-গাঁয়!
কে বেঁধেছে রঙিন ফিতায় আলোকলতার চুল
তোমার আমার ভালোবাসা ইচ্ছাকৃত ভুল ।

কে বেঁধেছে শুভ্র্রবরন রুপোর ঝুমকো দুল
ভালোবাসার আকাশভরা গুচ্ছ মেঘের ফুল।
চপলমতি রূপতরুণীর বাড়ি অচিনপুর
নেচে গেয়ে পাগল করে কণ্ঠভরা সুর।

কে বেঁধেছে কে বেঁধেছে স্বপ্নপরির চুল
ভালোবাসায় জীবনবাঁধা ইচ্ছাকৃত ভুল ।
তবু হঠাৎ ভুলের ঝড়ে উড়ে গেল সুখ
ভালোবাসায় আঁকা ছিল সকল ঘুণের মুখ।

কে বেঁধেছে নতুন ঘুঙুর আকাশ মেঘের পায়
আবার কেনো বৃষ্টি এল চোখের আঙিনায়!
প্রেমের স্মৃতি কষ্টপূর্ণ মেঘেঢাকা চাঁদ
তবু জীবন আনন্দময় বিশ্বভরা ফাঁদ।

ওয়েস্টবাড়ি,নিউইয়র্ক
সেপ্টেম্বর, ০১,২০২২