একদম মনে নেই তোর,এ কেমন কথা?
তোর কপালে ছিল জোনাকীর টিপ,হঠাৎ দমকা হাওয়ায় চুল উড়ে গেছে মহুয়া বনে!
নাকের নোলক শক্ত ধরে, কাকে সামলেছিস তখন, দমকা হাওয়া, না অ্যালোভেরা চুম্বন?
ফিরতি পথে কপোট অভিমানে বলেছিলি আর কখনোই আমার পথে জ্যোৎস্না হবি না  --
আর কখনোই আমসত্তের ভাগাভাগি নিয়ে রাগ ভাঙ্গাবিনা!
ধুলোমাখা পথে শঙ্খধ্বনিও দিবি না--

মনে আছে তোর দিদির বিয়েতে লুকোচুরি খেলার ছলে আমাকেই খুঁজে নিলি --
কী গাঢ় উচ্চারণ ছিল সেদিন --
"মরে যাবো যদি বুনো ঝড়ে উড়ে যায় জোছনাভাসা ঘরের পোশাক"!

মড়মড় শব্দে বুকের হাড়ে উষ্ণ বাতাস বয়ে গেল!
ঘোর ভেঙ্গে দেখি তোর অস্তিতে গোলাপ ফুটে আছে।
আর আমি নতুন রাজ্যপাঠ নেয়া এক মোঘল সম্রাট!

নভেম্বর, ২০,২০২৪
টরোন্টো, কানাডা