স্বপ্নে আসা প্রেম
হারায় গেল যে প্রেম অকস্মাৎ স্বপ্নে দৃশ্য আজ
কর্ণ পটে গেল বলে বিদূর ছেড়ে এসেছি বুকে
হর্ষ দোলা সে চাহনি পূরিত অঙ্গকে ভৃশ সুখে
জোছনা ভরা অম্বর রঙ্গ ঝারা জেল্লা যেন তাজ।
অস্থিরতা বক্ষে বাঁধা তাকায় আছে মদিরা চোখে
মন্দ্র ভারে অবকাশে অনুভূতির আড়ালে সাজ।
লোহকান্ত আকর্ষণে পাথার দৃষ্টিতে গভীরতা
ভাটির মাঝে কটালে চর ঝাঁপিয়ে সম্বর বাঁধ
তারকমেলা ঝিলিকে খসে পড়া স্নিগ্ধকর চাঁদ
পুলক বানে ঘূর্ণনে লোতক ফোঁটায় শত কথা।
নিস্তল রাত্রি বিবর্ণে অস্থির ছুঁয়ে জড়িয়ে সাধ
সচকিত ক্রান্তি ধারা মানস সন্ধিতে সচলতা।
অবশেষে হলো দেখা স্বপন লগ্নে প্রবল তোপে
অন্ধ যেন কেটে গেল সুভাস ভরা কৈরবী রাতে
প্রেমঘোর ফেটে পড়া সিক্তবাঁধন আবেশ সাথে
ঠোঁটের উদ শুকিয়ে চঞ্চরিত ধারা স্বাপ্ন কূপে
উল্লাস পূর্ণ পরশে আজাড় চিত্ত যন্ত্রণা তাতে
স্বপ্নগুলো দুঃখে ভাসা চিত্রপটে দাহ প্রেম রূপে।