স্বশিক্ষা নিচোল বোনে মানসে জড়াবো মনুষ্যত্ব
দিবালোক সদৃশ তা জ্বলে ওঠবে ইতুর মতো
সেই শিক্ষা গড়ে নেব সুমানবিকতা থাকে যত
অন্যথায় জ্ঞানচক্ষু অমাবস্যা রূপে অভিশপ্ত।
সুবাস ভরা কল্যাণী উদ্ভাসিত দীপ্তি হবে শত
জ্ঞান ভারে দীক্ষা নেব চেতনালব্ধ ধীগুণে রপ্ত।
নিরেট মানুষ হতে প্রতিভা বিকাশে নেব শিক্ষা
কুড়িয়ে নেব শিক্ষাতে নৈতিকতা দীপশিখা আলো
সভ্য সম্প্রদায় দ্বারা দূরীভূত হয় যেন কালো
সেই জ্ঞানগম্যি মন সত্যের নীতিতে ছুঁবে দীক্ষা।
বিবেকী ডৌলের শান সুষমা-শুচির ধারা জ্বালো
মানবিক ক্ষয়-রোধে চাও সঠিক বোধির ভিক্ষা।
জোনাক ঝলা কল্যাণে গড়ে নাও শিক্ষার আবাস
নিধন করো কুশিক্ষা যে পরশ কেড়ে নেয় শান্তি
যে বই দূর করে না অনাচার ভেদাভেদ ভ্রান্তি
ছুড়ে ফেলো ভণ্ডশাস্ত্র যে জ্ঞানীর হস্তে সর্বনাশ!
সুবিবেক না জাগলে সে জ্ঞানে ঝরুক ক্লান্তি
স্বশিক্ষাই মূলশিক্ষা তা ব্যর্থে ধ্বংসযজ্ঞ নিশ্বাস।