আঁকো সবাই
হে কবিগণ লিখবে না কেউ ধারা
নবীন বলয় নূতন গঠন
সৃজন বিধার স্বকীয় রূপ সারা।
কোথা পড়ছি শুনছি অনেক আমি
কবিরা হয় ভৃশ দয়াবান
স্বার্থ বিনা কোমল আকার খামি।
বহু দিনের শ্রম সাধনায় গড়া
মন্ময় ধারার চেতনাস্বন
ছন্দের সুরে মিত্রাক্ষরে নড়া।
অতীত দিনের সব কাঠামো লিখে
অনেক কবি করে সর্জন
এই কাঠামো জ্বালাও শব্দ শিকে।
বিশ্বাস আমায় কখনো যায় বলে
গাঁথবে বর্ণ নব ধারায়
উদার মনে কল্প্য তানের কলে।
অনুরোধ ঠাঁই।