প্রেম ওড়ে যাও
প্রেম তুমি আসিয়ো না জীবনসত্তায় ক্ষণ অল্প
অহোরাত্র ক্লান্ত ছুঁয়ে অক্ষয় ঋক্ষ খুঁজে বেড়াই
স্বপ্নে যাই মেঠোপথে শিকড় ঘ্রাণে মন জুড়াই
সুপ্তি নাশে ছুটে যাই কল্পরাজ্য ঘুরে করি গল্প।
শিহরী ধারা কবিতা শব্দ মঞ্জুরি ফুলে ছড়াই
বিকশিত পুষ্প গন্ধে কাব্যসন্নিপাত সেই কল্প।
প্রেম তুমি আসিয়ো উছলিত গুণ্ঠে মায়াজাল
সানন্দে মন আঁকড়ে কেড়ে নেব অবসর ক্ষণ
হরিদ্রা লগন কই চৈতালি বোধে করব স্মরণ
অর্থিতা হবে নিরালা প্রেম সমপর্ণে কিছু কাল।
সুখ মোহের বিভোলে স্বাপ্নিককাব্য ছুঁবে মরণ
প্রমোদিত মাঠে ঘুরে কল্পীভুবন হবে আকাল।
প্রেম তুমি আসিয়ো না যাও চলে অর্ণব অতলে।
কাব্য সুরের বেহেলা মধুর স্বরে অন্তর জুড়ে
সৃষ্টস্রক পরে নিতে কবিতার ভ্রুণে চিত্ত ওড়ে
ভাবনীয় বহমানে কল্পীর ঠোঁটে সুশিখ জ্বলে।
ঊষরে পূরিত বক্ষ ধুবন তুফানে স্বায়ু খোঁড়ে
বিরহে কাব্যপ্রেমিক গ্রোথিত আশ মানস তলে।