মনোজমিন
পুষ্পিত প্রেম সুবাসে ক্রয় এক টুকরো জমিন
সবুজ মোহ আবেশে করো বিশ্বাসী বৃক্ষ রোপণ
অনাবিল অপ ধারা ফোটাবে অবারিত সুমন
সুরভিত সমারোহে সে বাগিচা অনন্যে রঙিন।
লিখে দিলাম তোমায় প্রিয় ভেবে আলেয়া ধুবন
সে মৃত্তিকা অনুর্বরে উদাসী শূলে তুমি বিহীন।
-
মনোজমিন চয়নে অভ্র ধারাকে বলছি ডেকে
মেঘপাখি ওড়ে যেন সলিল ছায়ায় ঝোরা রূপে
বৃক্ষশাখা হেলেদুলে সতেজতায় মাটির কূপে
খরা রৌদ্রে তৃষ্ণালুতা না যায় যেন চৌচির ছ্যাঁকে।
মেঘদল বৃষ্টি মেখে হিমানী সাজে সজ্জিত ধূপে।
পত্রপল্লব হরিতে ওঠবে নেচে সতেজ মেখে।
-
মর্মভেদী গীতি গাঁথে কুহেলিকা সৌরভ ছড়ায়
রিক্ত ধারে সিক্ত ব্যথা অন্বেষণে মনোকাব্য ঘুরে
বিরহে প্রিয়তা শুঁকে ঝলসে ওঠে দহন ঘোরে
প্রভাতি গগন রেখা তৃপ্তির নিকেতনে জড়ায়।
মনোদীঘি ছলছলে গান ধরে উছলিত সুরে
গুঞ্জরণে মায়াবারি ধূসরিমা শানিতে নড়ায়।