হে জাগন্ত যবীয়ান উদ্ভাস সজ্জনে রবি ওঠে
সূরির মতো আভায় মহত্তা আবেগে থেক মেতে
সৎ সততার রঙে আলোকিত অমরতা পেতে
মানবিক ঊর্মিমালা ক্রলে দেখ সভ্যতায় গুটে।
অভিলাষী হৃদি নড়ে সভ্য সূচনাতে দেখে যেতে
বরণীয় স্মারণিকে গুঞ্জন রথে যাও তো ছুটে।
ইতিহাসে আছে গাঁথা চেয়ে দেখ প্রিয় বাংলাদেশ
এদেশ জুড়ে রয়েছে শ্যামলিমার ভীড় পাহাড়ে
সায়রভূধর বিম্ব স্বীয় বেগে কী শোভা আাহা রে
হরিৎ সুরের দেশ রঙ্গিলা গীতি মায়াবী রেশ
বিশাল আকারে সিন্ধু নীল ঢেউ উত্তাল বাহারে
শুভ্রতা শানিতে ঢাকা আশ রাঙিয়ে জাগাও বেশ।
প্রোজ্জ্বল তা বিকশনে মানুষ হতে স্বপন দেখো
মাতাপিতা স্বপ্ন দেখে বিদ্যা ধিগুণে হবে মানুষ
মনুষ্যত্ব দৃঢ় বাঁধে নৃ কল্যাণে ওড়াবে ফানুস
মোহ মত্ততা দমনে নিরোধ সুর বাজাতে শেখো।
রহসে শর্ম জ্বালিয়ে ছু্য়ো না খুন ধর্ষণ ঘুস
মন ভরিয়ে মায়ায় সাম্যনীতির চটুলে থেকো।