একুশ আমার খুশি
একুশে দিন ভাষার মাসে ছন্দ জাগে
বাংলা ভাষা অতি মিষ্টি
কী যে করুণ লোহু সৃষ্টি
শ্রদ্ধা মেখে সুপ্তি জাগে উষার আগে।
অন্ধ ভোরে ওড়াল দিয়ে রঙ মাখিয়ে
রক্তজবা সবুজ বোঁটা
শুভ্র কালো জামায় ছোটা
পুলকে মন ডানায় ভরা শোক আঁকিয়ে।
সজীব রেশে পুষ্প হাতে আমার খুশি
শোচন বাহী আটকে রাখি
বুকের কোণে নন্দি মাখি
ভূলোক জুড়ে দ্বিতীয় নেই গর্বে পুষি।