.

একবিংশ শতাব্দীর দ্বাবিংশ সন।

গেল দুবছরে হারালাম অনেক সুর্য্য সন্তান।
প্রতাপ দেখিলাম করোনার,  
হায়েনার বীভৎস হুংকার,
বেশুমার মানব সাদৃশ্য পঙ্গপাল।

এলো নব দিনপঞ্জি নিয়ে বর্ষপঞ্জি বাইশ।
নানা রকম যাতনা শংকায় ছিলেম বেহুঁশ।

গেলো বাংলার স্বাধীনতার সুবর্ন জয়ন্তী।
দেখিতে হবে পঞ্চাশ বসন্তের প্রাপ্তি-অপ্রাপ্তি
আশা হতাশা, উন্নতি অবনতির খতিয়ান।
কষিতে হবে কঠিন আদি অন্ত পরিসংখ্যান।

কায়মনোবাক্যে কামি আসুক নিয়ে শুভ বারতা।
ভেঙ্গে দিক, চুরে দিক, মিথ্যা-শঠতা আর অসারতা।
বাঙ্গালীর চিরায়ত সংস্কৃতিরআচারের হোক জয়।
বিদেশী ভাষা সংস্কৃতি দালালদের হোক পরাজয়।

৭১ এ যেমন ছিল তারা অবাঞ্চিত পরাজিত।
ইসলাম কে যারা করেছে কলঙ্কিত অবাঞ্চিত।
যাহা ছিল সকল বাঙ্গালীর কাছে অনভিপ্রেত।
তারই প্রেতাত্মা আর আত্মজরা রুদ্র উন্মত্ত।

স্বদেশী হয়ে উঠুক সব বাঙ্গালী বসনে ভূষনে,
সাধিত হোক উৎকর্ষ জ্ঞানে চিন্তায় মননে।
এসো সব ডান-বাম, আল্লাহভক্ত,  বুদ্ধ-রাম।
করি শপথ, ভুলে বিভেদ, বল জয়বাংলা নাম।।