সুমধুর কাব্যকথা,
প্রাণে চিনচিনে ব্যাথা,
অস্ফুটে স্বগোতুক্তি ইস!!
কোমল হাসিমাখা মুখ,
ভেঙ্গে চুরে দেয় বুক,
সে যে আমার ব্যাথার মালিশ।
চায়না যে দিতে ধরা
রেখেছে আড়ষ্টতার প্রাচীর।
মিছে চেষ্টা, বৃথা সাজ,
মাখো হরেক রকম আবীর।
দুরে থাক দৃষ্টি রাখ পাবে আত্মসুখ।
স্পর্শ করতে গেলে পাবে চরম দুঃখ।
কেন এমন হয়?
পাশে কিন্তু ছোঁবার যোগ্য নয়।
কি অদ্ভুত! এই অনুভুতি।
বিদ্যমান (!) তবু নেই উপস্থিতি।
.
কি কঠিনতর সম্পর্কের বন্ধন?
বিনে সুতোয় গাঁথা দুটো মন।
পরস্পর স্বাধীন সত্বায় মুক্ত বিহঙ্গ
একেই বলে আস্থার সুনিবিড় সঙ্গ।
.
ভালবাসার মানে হৃদয়ের নির্ভরতা
ভাষাহীন বলে যায় মনের কথকতা।।
.