যাহা কিছু সুন্দর চিত্ত বিমলকর।
তাহার প্রদর্শনে হয় ভূবন মনোহর।
নাই যদি দেখিল কেউ কি মুল্য তাতে?
সুন্দরের তো জন্মই বৃথা এই ধরনীতে।
পূষ্প সুন্দর তখন যদি জীব দেখে।
তখনি মিষ্টি মধু, যবে লোকে চেখে।
সৌরভ তখনি সার্থক, যবে সুরভিত।
আঁধারের অস্তিত্ব প্রমানেই ধরা আলোকিত।
দিন যায় দিন আসে কত মুখ পাশে আসে,
ক্ষনিক শান্তির আশে কেটে পড়ে অবশেষে।
কেউ নয় চিরস্থায়ী, প্রকৃতি তাতে ঈষৎ দায়ী।
পথ চলিতে পারিযায়ী সবাই আমরা ক্ষনস্থায়ী।
কেউ বলে এই হল নিয়তির লিখন,
আসলে নিয়তি নয়, প্রকৃতির নিয়ম।
একি রচিলে কবি অমৃত বচনে।
দেখি পড়ি আর ভাবি মনে মনে।
ভরা পুকুর মাঝে একক মালিকানা যার,
তারে দিলেম একফোটা শিশির উপহার।
দুর্গার কল্যানে যেমন অসুর পায় পুজা,
তদ্রুপ ভ্রমে তুমিও চরণ সঙ্গী দশভূজা।