কিছু মানুষ অপরিচিত থেকে
হয়ে উঠে সুপরিচিত সজ্জন প্রান।
কালের বিবর্তনে, ভাবের বিনিময়ে,
হয়ে উঠে নির্ভরতা, হৃদয়ের টান।
মন করে আনচান,
হৃদয়ে সুখের কলতান।
ক্ষনিকের অন্তরালে জাগে
তীব্র না পাওয়ার অভিমান।
একেই বোধহয় বলে অনুরাগ
না না তার চেয়ে খানিক বেশি কিছু।
সে পরম সুরভিত পুষ্প পরাগ।
দোলে প্রান প্রবল বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
শত অবহেলায় অপমানেও ডেকে চলে অভ্যাসে।