জীবনের ক্ষণে ক্ষণে, কিছুমুখ আঁকে মনে
. কিছু মুগ্ধতার ছবি।
সেই সব সুখস্মৃতি এনে দেয় জীবনপ্রীতি
. হয়ে উঠে প্রেম-কবি
কবিত্ব নয়কো সোজা, বইতে হয় স্বপ্নের বোঝা
. কবি সে তো স্বপ্নময়।
ভাললাগা মুগ্ধতা বিস্ময়, কার প্রতি কে কখন হয়
. সব মুগ্ধতা ভালবাসা নয়।
ভাললাগার দোলাচলে, ভাবনার খেলাছলে
. লিখা তো যায় কয়েক ছত্র।
ক্ষনিকের মনের ঘোর, আত্মসুখে হয়ে বিভোর
. সুখের খোঁজ করে যত্র তত্র।
সব কথা কাব্য নয়, সকল লিখা কবিতা নয়।
. কিছু হয় ফরিয়াদি প্রেমপত্র।
হয় মুগ্ধতার আবেশে, কিংবা রিপুর প্রদোষে
. ভ্রম ঘটে প্রেম আর কবিত্বে।
ভাবনার ভাবাবেশে, ঘুরপথে অবশেষে,
. ছন্দ খুঁজে পেলুম আমার আমিত্বে।।