. #সওদাগর
আমি এক সওদাগর।
পুরাতন কষ্ট বেচে
নতুন কষ্ট কিনি যেচে,
কষ্টের সন্ধানে হয় রাত ভোর।
সুখ ভেবে কিনে নেই
নিত্যনব কষ্ট কে ই।
সুখ তো সোনার হরিণ
অধরা ই থেকে যায়।
কষ্টগুলো উঠে আসে
নোনা জলে ভেসে হেসে।
করতে মোরে চুর -মাচুর
নাই দুপুর - সন্ধ্যা - ভোর।
.