নিশি তো যাবে কেটে স্থায়ী কিছু নহে।
অমানিশা ঘুচবেই প্রভাকর আবহে।
নিভিবে দাবানল বারিসিক্ত হয়ে।
নররূপে সাজিবে বন তরুরাজি লয়ে।
আলো আঁধারির খেলা সে তো চিরন্তন।
মাঝে চিনিয়ে যায় দুর্জন আর সজ্জন।
হর্ষ বিষাদ মাঝে প্রকৃতির লীলা খেলা।
এভাবেই কাটে ভোর দুপুর সন্ধ্যা বেলা।
রোজকার দিন কারো এক নাহি রয়।
একদিন হবেই হবে দুঃখের পরাজয়।
কাঠিন্যের মাঝে সুপ্ত রয়েছে কুসুম কোমল,
বারে বারে চাহি প্রস্ফুটিত করতে ফুঁটিয়ে হুল।
একদিন ফুটিবেই ঠিক থাকিবনা শুধু আমি,
তাতেও মোর সান্তনা যদি হই তার আসামী।
চিনে নিও এই ভবে কে পর কে আপন।
দুর্দিনে পাশে রয় সেই তো আপনজন।