জীবনের ক্ষনে ক্ষনে
আসে যায় আনমনে
কিছু সুমধুর সময়।
যেমনি আসে নব ঋতূ
কিছু সময় রয় থিতু
কিছুই স্থায়ী নাহি রয়।
তেমন করে হয়ে সুখ
কাটে দাগ কিছু মুখ
হৃদয়ে বহে দখিনা সমীরন।
সেও নয় চিরস্থায়ী
ভাগ্য তাতে ঈষৎ দায়ী
রেখে যায় আলোর কিরন।
এই নিখিল ধরাধামে
সুখ-দুঃখ ডানে-বামে
কিছুই চিরস্থায়ী নয়।
আত্মায় মিশে যেজন
বুকের মাঝে করে কূজন
সুখস্মৃতি অমলিন হয়ে রয়।।