এই ধরা মাঝে, কত নব সাজে,
বিরাজিত মানব মন।
কেউবা কোমল, ভাবে বিমল,
বুঝে তার যতন।
ভাসে তরঙ্গে, জলধিরঙ্গে,
স্বপ্নরাজ্য মাঝে।
পুড়ে অন্তরে, নিভৃতে অন্দরে,
প্রকাশে তো না যে।
খেলুড়ে খেলে, হৃদয় মেলে
আপন অধিকারে।
খেলার সামগ্রী, সে তো হতশ্রী
বোবা ক্রন্দন করে।
সেই তো ভাল!!
দংশিলে প্রবলে, এই ধবলে সবলে,
সর্বাঙ্গ বিষে কালো।
অজ্ঞাতে প্রদীপ জ্বেলে দিয়ে গেলে,
আঁধারি মাঝে আলো।
সেই তো ভাল, প্রচন্ড ভাল।
আশ মিটিল, খেদ টুটিল,
শীতল রক্তধারা।
থামেনা গুপ্ত হাসি, প্রশান্ত চিত্ত রাশি,
হেরে তব কিশোরানন্দ ধারা।
প্রকাশিলে তোমার মনের দুর্বলতা যবে,
জেনো তুমি তোমার অস্ত্রে ক্ষতবিক্ষত হবে।