হেমন্তে বাতাসে যখন বসন্তের ভাব আসে,
তুলট মেঘের বিচরণ সুনীল আকাশে।
ফুল ফোটা না ফোটায় কি বা যায় আসে।
কাশ ফুলে ঢেউ খেলে যায় মুক্ত বাতাসে।
একি রচিলে গো সখি অমৃত বরিষে বচনে।
দেখি পড়ি আর বিস্ময়ে ভাবি মনে মনে।
ভরা পুকুর মাঝে একক মালিকানা যার,
তাকে দিলেম একফোটা শিশির উপহার।
দূরে আছি সেই ভাল, যদিও;তাতে কিঞ্চিৎ অবসাদ।
বড় বাঁচা বেঁচে গেলে, পাশে গেলে হতেম বরবাদ।।
হয়তো প্রেমের নেশায় নয়তো ঘনিষ্ট মেশায়,
অনর্থ যে পথেই আসুক, সে তো মিলনের আশায়।
তোমার দেয়া কষ্ট আমায় গড়ে ইস্পাত কঠিন,
অনুযোগ করোনা পরে আমি নিষ্টুর হৃদয়হীন।
তোমার মান - অভিমানে আজ ব্যাথিত কুসুম।
মান ভাঙ্গাবো, গান শোনাবো ললাটে দেব চুম।