হেমলতা!! সে যে আমার চিন্তাহরনী,
রূপে লাবন্যে কমনীয়তায় চিত্তবিলাসিনী
ভক্তিতে শক্তিতে বুদ্ধিমত্তায় প্রেমের পুজারিনী
ঝরনার স্রোতধারার ন্যায় কুল কুলে সুহাসিনী
প্রজ্ঞা মেধায় ভালবাসার বাণী যেন হৃদ রাগিনী
চঞ্চলা হরিনীর মত ছুটে সে সুর ঝংকারিনী
শাসনে বসনে আদেশে স্পর্ধিত তর্জনী।
স্মরনে বরণে মরমে আমার স্বপ্ন চারিনী।
কথায় আড্ডায় আলোচনায় অমৃত বর্ষনী।
কর্মে, মর্মে, স্বপনে, জাগরনে সদা সঙ্গিনী।
উন্মত্ততায়, রমনে, কামে অদম্য কামিনী।
সকল প্রানে স্বপ্ন বোনে এমনি অর্ধাঙ্গিনী।।