পথ চলিতে পায়ে দলিত,
. কত না তৃনলতা।
তার ই মাঝে কদাচিত সাজে,
. অনন্যা কনকলতা।
ছাইয়ের মাঝে যেমন রাজে
. মানিক রতন।
ক'জনা করে গুরুত্ব ভরে,
. তাহার ই যতন।
কয়লার খনিতে, নোংরা স্তরেতে
. যেমন হীরের আবাস।
রাজ প্রাসাদে রানীর গন্ডদেশে,
. শোভিত ধনবিলাস।
আলেয়ার পিছে ঘোরে সবে মিছে,
. দেখেনা চেয়ে আশপাশে।
অর্থ শ্রম ব্যায়ে হরেক যাতনা সয়ে,
. সুখ খুজে নেয় সাইপ্রাসে।
চেয়ে দেখ প্রাতে অন্তর্দৃষ্টির সাথে,
. আপনার অতি কাছে।
ঘাসফুল মাঝে শিশিরের সাজে,
. ঈশ্বরী মুচকি হাসে ।।