পিতা তুমি আমার সত্যি বড় মহান,
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রান।
সবাই ভুলিলেও আমি ভুলবনা তোমার অবদান।
যত হোক চেষ্টা মলিনের তরে তুমি রবে মহীয়ান।
.
অযোগ্য সন্তান দের দিয়েছিলে
স্বাধীন জাতির সন্মান।
যদিও তারা বুঝে উঠেনি
স্বাধীনতার মান
অদুরদর্শি বলেই বেঈমানদের
নিয়েছিলে অগাধ বিশ্বাসে।
সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে
বেঈমান লোভী চারিপাশে।
আগাছা মুক্ত জমি তৈরীর
সুযোগ করেছো নষ্ট।
তব মহানুভবতার খেসারত
জাতি হয়েছে লক্ষ্যভ্রষ্ট
পুরো জাতি আজ হতাশাগ্রস্থ,
পরাজিতের হুংকারে শাসক আদর্শভ্রষ্ট,
দেশ আজ পথভ্রষ্ট।।