এইস্থানে , তুমি বিনে, যায়গা টা
হারাতো তার শ্রী।
তুমি ছিলে বলে, যৌবন গেল খেলে,
পুর্ণতায় হল রূপশ্রী।
কংক্রিটের ঘরে শোভেনা ফুল
শোভিছে ধনবিলাস।
বনলতা হয়ে শোভিছো তুমি
কাননে তরুপাশ।
সবুজের মাঠে কাশবনের সাথে
চলছে আজি আড়ি,
তোমার মিতালীর দুপক্ষ দাবিদার
মিমাংসায় লালপেড়ে শাড়ী।
অনুভবে তোমায়, স্পন্দন বাড়ে,
বুকে দীর্ঘশ্বাস,
মিলনের তরে সাজাই কুঞ্জ
পুলক এক রাশ।
তোমার ছোঁয়ায় ঘটে আমার
চরম বুদ্ধিনাশ।
চাতক সম প্রতীক্ষা মোর
কামী সর্বনাশ।