একদিন খুজেছি তোমায় নগরে বন্দরে,
অবশেষে অনুভুত তুমি আমার ই অন্তরে।
যতই করো হেলা-অবজ্ঞা লোক লাজ ভয়,
মনে রেখো তুমিহীন হৃদয়ে কারো বসত নয়।
হাজার মুখ টানেনা দৃষ্টি খুঁজে সেই প্রিয়মুখ,
দেখায় হই আত্মহারা আশায় থাকি উন্মুখ।
কবে পাব প্রিয়ার দেখা প্রতীক্ষার অবসান,
নীরব ভাষায় বর্নিত হবে মহাকাব্য খান।
ছোঁব তব কোমল হস্ত প্রানের সুখাবগাহনে।
অবচেতনে চুমিব ললাট কোমল আলিঙ্গনে।
অনুভবে তোমায় স্পন্দন বাড়ে বুকে দীর্ঘশ্বাস,
মিলনের তরে সাজাই কুঞ্জ পুলক এক রাশ।
তোমার ছোঁয়ায় ঘটে আমার চরম বুদ্ধিনাশ।
চাতক সম প্রতীক্ষা মোর কামী সর্বনাশ।।