অরুচি আজ সবকিছুতে ভাল লাগেনা কিছুই আর।
খাদ্য পানীয় ফ্যাশনে একদা রুচি ছিল দুর্নিবার।
কাম লোভ মোহ মদ টানেনা আর আগের মত।
ক্রোধ মাৎসর্যের বলিহারি অটুত আছে অবিরত।
প্রেম প্রণয় টানেনা তবে ভালবাসার কাঙ্গালী।
শিল্প সংস্কৃতি জবর টানে আমি চিরায়ত বাঙ্গালী।
ভুলিতে পারিনা আজো অতীত দিনের সুখ স্মৃতি।
কতইনা ছিল ঐশ্বর্যময় সামাজিক রেওয়াজ রীতি।
অরুচি আজ সামাজিক পটে কথা আর আলাপনে।
অনেকের সাথেই হয়না মতৈক্য থাকি নিরজনে।
অন্যায় আজ সংখ্যাধিক্য তীব্র দহন এই প্রানে
মিথ্যাকথার প্রেমে মশগুল তীব্র অস্বস্তি গানে।
ভীষন রকম অস্বস্তি হয় হেরে দায়িত্ব বানের কীর্তি।
সবাই যেন নষ্টদের গোলাম পালিয়েছে সম্প্রীতি।
এতদসত্বেও আশাবাদী হতে খুব ই ইচ্ছে করে।
কাকে নিয়ে করব আশা বিবেক তো গেছে মরে।
এমন সোনার মানুষ চাই যে মানুষ কে ভালবাসে।
সবার উপরে মানুষ সত্য, বাকি সবকিছু পাছে।
দেশপ্রেম সংস্কৃতি প্রেম গড়তে পারে তেমন জন।
আমরা বাঙ্গালী বাংলা গর্বের ধন শুনহে সুজন।