এরা বঙ্গবাসী মুসলমান।।
বঙ্গের খেয়ে-পরে, করে
আরবের গুনগান।
এদের থেকে যতো দূরে থাকবে,
অটুট রবে মান।
জ্ঞান চর্চা-সাধনায় হবে মহীয়ান।
এরা ধর্ম খায় ধর্ম পরে,
মুখে ফোটে ধর্ম বানী।
কর্মে আচরনে এরা চরম
অধর্মের শিরোমণি।
হারাম হালালের সুচিবাঈ
মুখে পাবে হর-হামেশা।
শুকর ছাড়া সকল হারাম
চলে,অদ্ভুত গোঁড়া তামাশা।
পাপীর মুখেও শুনতে পাবে
ধর্মের অমিয়বাণী।
সকল পাপে ব্যাবহার করে
ধর্মীয় ঢাল খানি।
দুই তিন বিয়ে ঘৃনিত কর্ম,
চরিত্রহীন কয় তারে।
জায়েজ করতে মহামানবের
উপমা তুলে ধরে।
ধর্মকথিত সদগুনাবলী
এদের চরিত্রে নেই।
বেহেস্ত নিশ্চিত হজ্জ্ব করলেই
আনন্দে নাচে ধেই ধেই।
ঘুষের কোটি ডলার তারা
ভোগ করে সানন্দে।
হজ্জ্বে যেতে বেচে পিতৃভূমি
হারাম হালালের দ্বন্দ্বে।
সত্যকথনে, প্রশ্নবান আসে,
'তুমি মুসলমান না'?
মনে হয় তাতে, ধর্মীয় বিধিতে,
ন্যায় বলা আছে মানা।
দুনিয়া চষেও পাবেনা খুঁজে,
এমন অদ্ভুত ধর্মজ্ঞানী।
ইসলামের ই শিশ্ন কেটে এরা
করায় মুসলমানি।