স্বাগত হে আগত
বিদায় বলি বা কারে , বাগানের মালি
বুজি বা সকলি বিদায় বলে না ফুল যখন ঝরে,
কোন অজানা শঙ্কায়, মরু ডঙ্কায় ছুটে দিগ্বিদিক হয়ে প্রাণ
কোন বাঁচার প্রণোদনায়?
অভিলাস করে কি বসবাস?
আসেকি কোন অগ্রান?
মলিন হয় কি বদন?
নিরব কথন করে কি ফুলের সাথে?
নাকি শুধু বারি দেয় তারি হৃদয় মথিত করি?-
নষ্ট হওয়ার কষ্ট থেকে ডেকে ডেকে ঝাঁরে কি?-
ভ্রমরারে?
সে আমি জানিনে!
জানিস কি হে সমাসীন ।
আমার শুধু মনে পরে তারে।
বারে বারে শুধু তারে
বারে বারে শুধু তারে
আমার শুধু মনে পরে তারে।
বারে বারে শুধু তারে
বারে বারে শুধু তারে
জানিনা সে বিদায় বিদায় কিনা
জানিনা তা ব্যঞ্চনা
বা প্রবঞ্চনা
শুধু জানি এ মন হয়রানি করে আমারে
এনে দিতে তারে বারে বারে
বারে বারে।
মালির ঝরা ফুলের বিচিতে আবার গাছ হয়
ফুল ধরে
যদি তাই হয়
সে আমি নয়
আমি মালি নই
আমি সেই একটি ফুলের
নিবেদিত ভ্রমর ।
যেখানে মাকরসার সঙ্গম বিধি চল্তে পারে
সব চল্তে পারে সব
চল্বে না যদি সে না থাকে
নিথর হবে দেহ
কথা কবে এ শব
আত্ত্বা প্রেতাত্তা হয়ে ভাসবে ভাল তারে ।