সেদিন
বিষাদের বৃষ্টি জলে ভিজেছিলাম;
বিধাতার সৃষ্টি জলে নাহিছিলাম;
মনের খেলা ফেলে ঘরেছিলাম;
মেঘের দোলা চলে দোলেছিলাম।
কেননা
অজানা বৃষ্টি শঙ্কা ছিল মনে;
ভেজা বাতাস হেনে ছিল বনে;
কালো তুলা ভেসে ছিল গগনে;
করিতে জলের জলসা আ-কূল ভুবনে।
আমি
বাশারের কথা ছলে;
খেলা দেখার আশা ভুলে;
যে ভ্রমর ছিল মনফুলে;
তাকে তাড়িয়ে ছিলাম উৎফুল্লে।
কিন্তু
মনে জমা ছিল মধু;
যা জমে ছিল শুধু;
ক্ষণিকে ,সানন্দে,ধুধু
হৃদ প্রান্তে;দেখিতে ফুটবল জাদু।
আর তাইতো
বিষাদের বৃষ্টি জলে ভিজেছিলাম।
কিভাবে?
যা হয়েছিল জমা
মোরে করে নিক ক্ষমা
পচিয়া বেটা নিষ্কর্মা
বিষাদে বিঁধেছিল,পাক্কা সুধর্মা।
(বৃষ্টির কারনে ফুটবল খেলা দেখতে যাইনি)