জিততে হবে ? কে বলেছে কবে ?
বাঘের গর্জন যেন না থামে,
গর্জনে যেন বরষা নামে-
মিডল ষ্ট্যাম্প দিয়ে বেয়ে বেয়ে।
লড়াই চাই লড়াই !
হবে নাকি একচোট ? নেশায় বুঁদ হতো সন্ধ্যাটা ।
আফিম, গাঁজায় জমবে না
যতটা জমবে শুধু জমলে খেলা-
হার-জিত সেতো অচ্ছুৎ ।
এ নেশাতে হেলবে মাতাল
সবে, কত না আজব নিয়মে।
কেউবা ফাকে ফাকে দেখব খেলা
সবটা দেখলে যায় যদি হেরে দল।
কেউতো আজি আবার ছাড়ব না
নিজের টিভি টাই, যদি পড়ে যায় ইউকেট; এই ভয়ে।
কেউতো দেখব শুয়ে খেলা
কেউ হাতের আংটি খুলে
খেতে খেতে দেখব খেলা, যদি ভাগ্য খুলে।
এমন না করলা যে আমার জন্যই হারবে দল
আমারি আপন দোষে।
আমার দোষেই হাড়ুক না দল;
আমার কিন্তু লড়াই চাই।