এই জন্মে পাইনি তোমার হাতের উষ্ণতা,
দেখেছি শুধু দূর থেকে, নীরব আকাঙ্ক্ষায়।
চোখে চোখ রেখেও থেকে গেছি বঞ্চিত,
ভাগ্যের শৃঙ্খলে বাঁধা অদৃশ্য প্রাচীর।

তুমি ছিলে আলো, আমি ছায়ার পথিক,
সময় আমাদের রেখেছে দুই প্রান্তে।
স্পর্শ করতে গিয়ে ফিরেছি শূন্য হাতে,
তবু মনে পুষেছি এক অনন্ত প্রতীক্ষা।

এই জীবনের হিসেব হয়তো অপূর্ণ,
তবু বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রাখি।
স্রষ্টার আদালতে রয়ে গেছে আশা,
যেখানে সময়ের নেই কোনো অবসান।

পরের জন্মে হয়তো হবে সাক্ষাৎ,
ভাগ্য লিখবে নতুন কোনো উপাখ্যান।
যেখানে তুমি থাকবে আমারই পাশে,
ভালোবাসা হবে শাশ্বত, অবিচ্ছেদ্য, চিরন্তন।